• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তবুতো পুরে না বাসনা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২১ এএম;
তবুতো পুরে না বাসনা 
তবুতো পুরে না বাসনা 

তবুতো পুরে না বাসনা .

মিজানুর রহমান মিজান .

 .

মিথ্যুকের সংখ্যা বেশি .

যত যাও ভালোবাসি .

দোষ যাবে না,সঙ্গে রবে না।। .

কর যত উপকার .

মাত্র ক’দিনের ব্যবহার .

একদিন করবে অস্বীকার .

ভুলে যাবে অঙ্গিকার .

তাইতো স্বভাব, অকৃতজ্ঞ জনা।। .

 .

সে তো নয় দুরের .

বন্ধু তোর অতি আদরের .

আপনার আপন নিকটের .

নাই তা্র নিত্য আনাগোনা।। .

দশটায় যদি বলে ভালো .

বারোটায় বলবে নাহি ছিলো .

মিশ্রণ তারি আঁধারী আলো .

নীতিবান সে বলে গেলো .

মিল অমিলে গুপ্ত মনা।। .

 .

মানবতার দিয়ে বলি .

ফুটাতে চায় ফুল লিলি .

আহা মরি কিবা ছিলি .

লুকোচুরি যায় খেলি .

তবুতো পুরে না বাসনা।। . .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ